এক ভূমিকম্পে ৮৭ হাজার মানুষের মৃত্যু!
 
            
                     
                        
       		১০ বছর আগে চীনে ঘটেছিল ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ৭ দশমকি ৯। এক ভূমিকম্পে মারা গিয়েছিল ৮৭ হাজার মানুষ। কিন্তু চীন সরকার সেই তথ্য গোপন করে। এমন অভিযোগ করেছে জার্মানির এক সমাজকর্মী। খবর এএফপি ও এনডিটিভির।
জার্মানির সমাজকর্মী আই ওয়েইওয়েই দাবি করছেন চীনের ওই ভূমিকম্পে যত মানুষ মারা গিয়েছিল, তার তুলনায় মৃত্যুর সংখ্যা কম দেখিয়েছিল চীন সরকার।
ওয়েইওয়েই দাবি করছেন, ওই ভূমিকম্পে ৮৭ হাজার মানুষ মারা গিয়েছিল। তখন একটি গ্রাম একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ধ্বংস হয়ে গিয়েছিল প্রায় সাত হাজার স্কুল।
ওই ভূমিকম্প সম্পর্কে চীন সরকারও উল্লেখযোগ্য কোনো তথ্য প্রকাশ করতে দেয়নি অভিযোগ করে তিনি দাবি করছেন, ৮৭ হাজার মানুষের মৃত্যুর বিপরীতে সরকারি রিপোর্টে খুব কম সংখ্যা উল্লেখ করা হয়েছিল। তখন শুধু স্কুল ধসেই ৫ হাজার ৩৩৫ জন মারা গিয়েছিল বলে দাবি করছে তিনি।
 
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন





 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	