সড়ক ছেড়ে ঘরে ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত বাউলশিল্পীর

এবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক ছেড়ে ঘরে ঢুকে পড়ল ট্রাক। আর এই ট্রাকচাপায় প্রাণ হারালো হযরত আলী বাদশাহ নামে (৮৫) এক প্রবীণ বাউলশিল্পী।

রোববার রাত আড়াইটার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

হযরত আলী বাদশাহের বাড়ি উপজেলা সদরের খঞ্জনদিয়ার গ্রামে। তিনি পেশায় দাঁতের মাজন ও মলম বিক্রেতা ছিলেন। অভাবের তাড়নায় বাড়িঘর খুইয়ে বাস করতেন বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বিসিক বাসস্ট্যান্ড এলাকার খাদ্যগুদামের সামনের একটি টিনের ঝুপড়ি ঘরে।

রোববার রাত আড়াইটার দিকে মহাসড়ক ছেড়ে এ ঘরের মধ্যেই ঢুকে পড়ে ট্রাকটি। ফলে এ ঘরে ঘুমিয়ে থাকা এ প্রবীণ বাউলশিল্পী ওই ট্রাকচাপায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

মাজন বিক্রেতা হিসেবে ব্যাপক পরিচিত এ বাউলশিল্পীর এমন মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকার দূরদূরান্ত থেকে তার ভক্ত অনুরাগীরা ছুটে এসে সেখানে ভিড় করে। এ সময় তার স্বজনদের কান্না ও আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া ঘরের টিন সরিয়ে নিহতর লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। নিহতর মরদেহ সোমবার বাদ জোহর জানাজা শেষে খঞ্জনদিয়ার কবরস্থানে দাফন করা হয়েছে।

ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ঘটনার পর ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। স্থানীয়ভাবে আপস মীমাংসার চেষ্টা চলছে বলে তিনি জানান।

এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া বলেন, মামলা হলে পুলিশের পক্ষ থেকে সব প্রকার আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।