শক্তি কমায় বিএনপির ‘মুখের বিষ’ উগ্র : কাদের
বিএনপির শক্তি দিন দিন কমে যাচ্ছে বলে মনে করেন ওবায়দুল কাদের। আর এ কারণেই দলটির নেতাদের ‘মুখের বিষ’ উগ্র হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার দুপুরে মিরপুরে ফিটনেসহীন গাড়ি তৈরির কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মানুষের শক্তি যখন কমে আসে তখন মুখের বিষটা ততই উগ্র হয়ে আসে। এটা শরৎচন্দ্রের ভাষা। বিএনপির ক্ষেত্রে একেবারেই সত্য।’
‘তারা এখন সংকুচিত হচ্ছে নেতিবাচক রাজনীতির কারণে।’
‘তাদের মুখের বিষ উগ্র হয়ে উঠছে। তারা এখন আন্দোলন আন্দোলন করে চিৎকার করে। কিন্তু নয় বছরে নয় মিনিটও আন্দোলন করতে পারেনি। সেই সামর্থ্য, সেই শক্তি তাদের নেই।’
ভোট আটকাবে না বিএনপির জন্য
বিএনপির নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আবার অগ্রাহ্য করেন কাদের। বলেন, ‘নির্বাচনে সিডিউল ডিক্লারের আর চার-পাঁচ মাস বাকি। এর মধ্যে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই।’
নির্বাচন কমিশন পুনর্গঠন করতে বিএনপির দাবিকে ‘মামা বাড়ির আবদার’ উল্লেখ করে কাদের বলেন, ‘এসব এখন হওয়ার কোনো সুযোগ নেই।’
বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারলে বিএনপিরও ভোটে না আসার বিষয়ে দলের নেতাদের বক্তব্যেও পাত্তা দিচ্ছেন না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
‘বেগম জিয়া জেলে থাকলে তারা নির্বাচন করবে কি করবে না, এটা তাদের সিদ্ধান্তের ব্যপার। আর বেগম জিয়া জেল থেকে বের হবে কি না, সেটা আদালতের ব্যাপার।’
‘তারা আমাদের কাছে, সাংবাদিকদের কাছে না এসে আদালতে কাছে গেলে ভালো করবেন। আদালতে গিয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে বেগম জিয়াকে বের করতে বলেন।’
‘বেগম খালেদা জিয়াকে সরকার কারাদণ্ড দেয়নি। দিয়েছে আদালত। আদালত মুক্তি দিলে তিনি ছাড়া পাবেন। এখানে সরকারের কোনো দায় নেই, সরকারের ওপর তারা দোষ চাপাচ্ছেন কেন?’
কাদের বনে, ‘বেগম জিয়া জেলে সে জন্য বিএনপি নির্বাচনে যাবে না, এর জন্য নির্বাচন বন্ধ থাকবে না। বাংলাদেশের সংবিধান অচল হবে না।’
‘সংবিধান অনুযায়ী দেশও চলবে, গণতন্ত্রও চলবে, নির্বাচনও চলবে। বিএনপির জন্য কোনো কিছু আটকে থাকবে না।’
‘স্বাভাবিক প্রক্রিয়ায় সংবিধানের গতিপথ এগিয়ে যাবে। এটাকে ভিন্ন খাতে নেয়ার কোনো সুযোগ নেই। বিএনপি না এলেও নির্বাচন যথাসময়ে হবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন