রাশিয়া কনফারেন্স যোগ দিয়েছেন ইনফোকেয়ার সি.ই.ও আনিসুর রহমান
 
            
                     
                        
       		রাশিয়ার রাজধানী মস্কোতে স্কলকভো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিভিন্ন দেশের প্রায় দুইশ উদ্যোক্তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ৩১শে মে থেকে ২ই জুন পর্যন্ত চলবে এই কনফারেন্স।
বাংলাদেশের আইসিটি মন্ত্রনালায় সহযোগীতায় ছয় জন উদ্যোক্তা যোগ দিয়েছেন ইন্টারন্যাশনাল এই কনফারেন্সে। তার মধ্যে ইনফোকেয়ার এর সি.ই.ও আনিসুর রহমান যোগ দিয়েছেন। তিনি স্বাস্থ্য সেবায় ডাক্তারদের প্রেসক্রিপশন তৈরি করার জন্য তৈরী করেছে ডিজিটাল প্রেসক্রিপশন সফটওয়্যার। যা ইতিমধ্যে বাংলাদেশে ব্যাপক আলোড়ন তৈরী করেছে।
 
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন





 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	