এভারেস্টের সাড়ে আট টন আবর্জনা পরিষ্কার করল চীন!

এভারেস্টের চূড়ায় আরোহনের সময়ে আবর্জনা ফেলে আসেন পর্বতারোহীরা। এসব বর্জ্য পদার্থ পরিষ্কারে হাত দিয়েছে চীন। এভারেস্টের চূড়া থেকে ইতিমধ্যে সাড়ে আট টন আবর্জনা পরিষ্কার করেছে বেজিং।

জানা গেছে, চীন গত এপ্রিল মাস থেকে এভারেস্টের চূড়ায় জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছে৷ আর এই কাজে নিযুক্ত ছিল ৩০ সদস্যের একটি দল৷ এই কাজে নিয়োজিত লোকেরা বলছেন, এভারেস্টের চূড়া থেকে আবর্জনা পরিষ্কার করা ভীষণ কষ্টসাধ্য।

পরিসংখ্যান বলছে, তিব্বতের দিক থেকে ২০১৭ সালে এভারেস্টে আরোহন করেছিলেন ২০২ জন অভিযাত্রী। নেপালের দিক থেকে এভারেস্টে উঠেছিলেন ৪৪৬ জন। অন্য দিক থেকেও সহস্রাধিক অভিযাত্রী এভারেস্টে উঠেছেন বা ওঠার চেষ্টা করেছেন। তাদের নিত্য ব্যবহার্য জিনিসপত্র ফেলে আসার কারণেই এভারেস্ট চূড়ায় দূষণ ছড়িয়েছে।

তিব্বতীয় প্রশাসন ২০১৫ সাল থেকে প্রত্যেক অভিযাত্রীকে ৮ কিলোগ্রাম আবর্জনা ফেরত আনার জন্য দুটি ব্যাগ দেয়। ২০১৪ সাল থেকে নেপাল সরকারও এই নীতি গ্রহণ করেছে। এর ফলে, দূষণের পরিমাণ কিছুটা কমেছে। এদিকে, এভারেস্টের পথে পরিবেশবান্ধব শৌচাগার নির্মানের বিষয়ে ঘোষণা দিয়েছে বেজিং।

সূত্র: রয়টার্স