যে কারণে ট্রেন চলাচলে ঝুঁকি বাড়ছে, কমছে গতি
রেললাইনের নিচ থেকে কোথাও কোথাও মাটি সরে গেছে। খুলে গেছে নাটবল্টু, নেই জয়েন্ট ক্লিপ। বিশেষজ্ঞরা বলছেন, এসব কারণে ট্রেন চলাচলে ঝুঁকি বাড়ছে, কমছে গতি।
ঈদযাত্রায় এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে রেল মহাপরিচালক বলছেন, ঠিকই আছে সব।
রাজধানীর মগবাজার রেললাইন। বৃষ্টির পানিতে মাটি সরে যাওয়ায় ট্রেন আসলেই লাইন দেবে যাচ্ছে। লাইনের সংযোগে অনেক জায়গায় মরিচা ধরেছে। খুলে গেছে সংযোগ পয়েন্টের নাটবল্টু, নেই জয়েন্ট ক্লিপ।
এমন অবস্থা মালিবাগ, তেজগাঁওসহ বেশকিছু এলাকায়। লাইনের দুপাশে ২০ ফুট করে জায়গা ফাঁকা থাকার কথা থাকলেও দখল ছাড়েনি কেউ।
মিটারগেজ রেলপথে ট্রেনের গতিবেগ ৮০ কিলোমিটার। কিন্তু চলছে ৩২ কিলোমিটার বেগে। সংস্কার করা না হলে দুর্ঘটনার পাশাপাশি শিডিউল বিপর্যয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের।
দখলদার উচ্ছেদে ব্যর্থতা স্বীকার করলেও লাইনের ত্রুটির কথা মানছেন না রেল মহাপরিচালক। ১০ জুন থেকে শুরু হচ্ছে ঈদযাত্রা। যাত্রী পারাপার করবে প্রায় ১০ লাখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন