হঠাৎ করেই ব্যাংকক গেলেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।রোববার বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।চিকিৎসা শেষ হলেই মির্জা ফখরুল দেশে ফিরবেন বলে জানিয়েছে তার পরিবার। ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরাও রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, তার এ বিষয়টি জানা নেই।
বিএনপি সূত্রে জানায়, ব্যাংককে চিকিৎসা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাজ্যে যেতে পারেন।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও ব্যাংকক গেছেন। শনিবার রাতে তিনি বলেন, রোববার তিনি ব্যাংকক যাবেন। ফিরবেন প্রায় এক সপ্তাহ পর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন