গায়ে শার্ট না চড়ানোয় খারাপ কিছু দেখছেন না পুতিন
গায়ে কোনো শার্ট না চড়িয়েই সাইবেরিয়ায় অবকাশযাপন করছেন ভ্লাদিমির পুতিন, সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি ব্যাপক ছড়িয়ে পড়তে দেখা গেছে।
অস্ট্রিয়ান টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে তিনি বলেন, খালি গায়ে অবকাশযাপনের ছবি ছড়িয়ে পড়ায় তিনি খারাপ কিছু দেখছেন না। আর এর কোনো গভীর অর্থও নেই।-খবর আরটির।
তিনি বলেন, তিনি ছুটিতে ছিলেন। কাজেই সেখানে শরীর ঢাকার কিছু নেই। অবকাশযাপন মানে জঙ্গলে ঝুপড়িতে লুকিয়ে থাকা নয়।
সাইবেরিয়ায় বরফপানিতে ডুব দিচ্ছেন, পাহাড়ি লেকে মাছ শিকার করছেন, ঘোড়ায় চড়ে ভ্রমণ করছেন- এ রকম বেশ কিছু ছবি গণমাধ্যমে প্রকাশ করেছে ক্রেমলিন। যাতে তার শরীরে কোনো শার্ট ছিল না।
চিরযুবা রুশ প্রেসিডেন্টের সেই ছবি মুহূর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
ভিয়েনা সফর সামনে রেখে অস্ট্রিয়া টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি তিনি খুব একটা আমলেই নেননি।
তিনি বলেন, যখন আমি অবকাশে থাকি, তখন জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকার কোনো প্রয়োজন দেখি না। আর এই শার্টবিহীন শরীর প্রদর্শনে তিনি খারাপ কিছুও দেখছেন না।
গত মাসে এনবিসি টেলিভিশনের এক সাংবাদিককে তিনি বলেন, আমি কাজ করছি এমন বহু ছবি আছে। কিন্তু কেউ সেসব দেখছেন না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন