জ্যাক বেঁচে থাকলে ব্যর্থ হত ‘টাইটানিক’!
বিশ্বসেরা ছবিগুলোর একটি জেমস ক্যামেরুনের ‘টাইটানিক’। প্রথম ছবি হিসেবে বিলিয়ন ডলার আয় করেছিল। চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারেও সেরা ছবি-সেরা পরিচালকসহ ১৪টি ক্যাটাগরিতে মনোনয়নে পেয়ে রেকর্ড গড়েছিল, জিতেছিল ১১টি। এখনো ১৯৯৭ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া এই ছবি নিয়ে আলোচনা-তর্কের শেষ নেই। ছবিতে নায়ক জ্যাকের বিয়োগান্তক পরিণতি এখনো কাঁদায় দর্শককে।
সম্প্রতি ‘সিক্সটি মিনিটস অস্ট্রেলিয়া’কে দেয়া সাক্ষাৎকারে জ্যাকের পরিণতি নিয়ে কথা বলেন জেমস ক্যামেরন। তিনি বলেন, জ্যাককে মরতেই হতো। তিনি নিজেই চেয়েছেলেন এমন এক ছবি করতে, যার উপসংহার হবে বিষাদমধুর। তিনি চেয়েছিলেন, জ্যাকের জীবনীশক্তি রোজের মধ্যে সঞ্চারিত হোক। এই ভাবেই জ্যাক বেঁচে থাকুক। রোজের স্মৃতিতে সে চিরজাগরুক হয়ে থাকুক। এ আর এক রকমের বেঁচে থাকা।
জেমস ক্যামেরন আরও জানান, জ্যককে যদি বাঁচিয়ে রাখা হতো, তাহলে এই ছবিটাই ব্যর্থ হয়ে যেত। এ ছবির উপসংহার অর্থহীন হয়ে যেত। কারণ এই ছবিই বিয়োগান্তক। মৃত্যু আর বিচ্ছেদই এর উপজীব্য। শিল্পকে অঙ্ক কষে বোঝা সম্ভব নয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন