প্রেসিডেন্ট হিসেবে আমি নিজেকে ক্ষমা করতে পারি : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই নানাভাবে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বলেছেন, নিজেকে ক্ষমা করার সম্পূর্ণ ক্ষমতা তার আছে। কিন্তু সেটার দরকার নেই। কারণ তিনি এখনো কোনো অন্যায় করেননি।
এ ব্যাপারে সোমবার এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অনেক আইন বিশেষজ্ঞ বলেছেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমি নিজেকে ক্ষমা করতে পারি। কিন্তু ক্ষমতার সেই ব্যবহার করতে যাবো না। কারণ আমি ভুল কিছু করিনি। আর স্পেশাল কাউন্সেল যা করছে তা সম্পূর্ণ অসাংবিধানিক। ১৩ জন ডেমোক্র্যাট ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে তদন্ত করছে। ফলে খেলাটা আমিই খেলবো।’
এর আগে ট্রাম্পের এক আইনজীবীও একই দাবি করেছিলেন।
সূত্র: সিএনএন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন