শিরোপা লড়াইয়ে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নারী এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শক্তিশালী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে পরে ব্যাট করেই অবিস্মরণীয় জয় পেয়েছিল বাংলাদেশের নারীরা।
এশিয়া কাপের ইতিহাসে ৬ বার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর আগে এশিয়া কাপে মাত্র একটি ম্যাচই হেরেছে তারা। সেটি চলতি আসরে বাংলাদেশের বিপক্ষেই। সেই জয়ের আত্মবিশ্বাস থেকে ফাইনালে ভারতকে হারাতে পারলেই প্রথমবারের মতো কোন বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: সালমা খাতুন, রোমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক পিংকি, নিগার সুলতানা জোত্যি, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, নাহিদা আকতার, সানজিদা আলম এবং আয়েশা রহমান।
ভারত একাদশ: হারমানপ্রিত কৌর, ঝুলান গোস্বামি, স্মৃতি মান্ধানা, একতা বিশ্ত, মিথালি রাজ, শিখা পান্ডে, ভেদা কৃষ্ণামুর্থি, পুনাম, তানিয়া ভাটিয়া, দীপ্তি শর্মা এবং অনুজা পাতিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন