মাগুরায় খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের ৬ সদস্য অচেতন
মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে এক স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের ৬ সদস্যকে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে অচেতন করেছে দুস্কৃতিকারীরা। মনোরঞ্জন সাহা (৬০) নামের ওই ব্যবসায়ী এলাকায় স্বর্ণ বন্ধক রেখে সুদ কারবার করতেন বলে জানা গেছে। ব্যবসায়িক দ›দ্ব থেকে এ ঘটনা ঘটতে পারে।
মনোরঞ্জন সাহার ছেলে মিঠু সাহা জানান- শুক্রবার বেলা ৩টার দিকে বিনোদপুর চৌরাস্থা এলাকায় মনোরঞ্জন সাহা তার স্ত্রী ও পরিবারের সদস্য কর্মচারিসহ অন্যান্য সদস্যদের নিয়ে নিজ বাড়িতে খাবার খান। এর কিছুক্ষণ পরই তারা সবাই অসুস্থ্য হয়ে অচেতন হয়ে পরেন। পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে সন্ধ্যায় তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। অসুস্থ্য অন্যান্য সদস্যরা হচ্ছেন মনোরঞ্জন সাহার ভাই সুশান্ত সাহা (৬৫), স্ত্রী নীলা রানী সাহা (৬০), কর্মচারি কানাই (৫০), গন মিস্ত্রী (৬০) ও নিশিথ সাহা (৫৫)। তবে দুস্কৃতিকারীরা বাড়ি থেকে কোন সম্পদ নিয়েছে কিনা তা তিনি জানাতে পারেননি। এ সময় সাংবাদিকরা মনোরঞ্জন সাহার ছবি তুলতে গেলে তার স্বজনরা ছবি তুলতে বাধা দেন।
ওই এলাকার বাসিন্দা পল্লী চিকিৎসক রবীন কুমার, ব্যবসায়ী নয়ন শীলসহ অনেকে জানান- মনোরঞ্জন শীল এলাকায় স্বর্ণ বন্ধক রেখে সুদে কারবার করেন। তার সঙ্গে অনেকেরই শত্রæতা থাকতে পারে। সেই শত্রæতা থেকেই এ ঘটনা ঘটতে পারে।
মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক সুশান্ত কুমার সাহা জানান- খাবারে মাংসের সাথে চেতনানাশক মিশিয়ে তাদের অজ্ঞান করা হয়েছে। রোগীরা এখন মোটামুটি ভাল আছে। তবে এ ধরনের রোগীরা যে কোন সময় খারাপ হয়ে যেতে পারে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান- ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে আমরা ওই পরিবারের সদস্যদের উদ্ধার করি। ভিকটিমরা সুস্থ্য হয়ে উঠলে তাদের অভিযোগের প্রেক্ষিতে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন