বিশ্বকাপে বাংলাদেশের ৭ প্রকার সমর্থক
চলছে বিশ্বকাপ উত্তেজনা। ব্রাজিল-আর্জেন্টিনাসহ ভিনদেশী তারকাদের নিয়ে চায়ের টেবিলে আলোচনার ঝড়। ভৌগোলিক, সাংস্কৃতিক ও ভূ-রাজনীতি সংশ্লিষ্ট না হলেও বিভিন্ন কারণে এসব দলের সমর্থক দিন দিন বাড়ছে। কেন এই সমর্থন?
আসুন দেখে নিই কী কী কারণে বিশ্বকাপের বিভিন্ন দলকে বেশিরভাগ মানুষ সমর্থন করেন-
১. বাবা চাচা করতো তাই করি সমর্থকগোষ্ঠী : এরা বংশানুক্রমে সমর্থক। বাবা চাচা করতো তাই ওদিকেই গেছে। যেমন : আর্জেন্টিনার, ব্রাজিল।
২. টিভিতে দেখে ভালো লাগা সমর্থকগোষ্ঠী : যে বছর প্রথম টিভি আসলো বাড়িতে তারপর যে বিশ্বকাপ জিতলো সেই চলে আসলো পছন্দের তালিকায়। যেমন : জার্মানি।
৩. বিশ্বকাপ নিতে দেখা সমর্থকগোষ্ঠী : নিজের চোখে প্রথম বিশ্বকাপ জয় করতে দেখার পর সেই দলের প্রতি আসক্ত হওয়া। যেমন : ইতালি, স্পেন।
৪. সম্প্রদায়প্রীতি সমর্থকগোষ্ঠী : এরা প্রথমে থাকে মুসলমান দলের আসক্ত। যেমন : ইরান, তুরস্ক, নাইজেরিয়া। পরে এরা বাদ হলে কাছের দেশকে বেছে নেয়। যেমন : জাপান, কোরিয়া। এশিয়ার দেশ।
৫. ব্যাতিক্রমী অথবা শত্রু সমর্থকগোষ্ঠী : সবাই যা করবে, এরা উল্টো অথবা প্রতিপক্ষ দলকে হারাতে যাকে লাগে তার সমর্থক। যেমন : আর্জেন্টিনার বিপক্ষে এরা আইসল্যান্ড। ব্রাজিলের বিপক্ষে কোস্টারিকা।
৬. গবেষক সমর্থকগোষ্ঠী : এরা পরিসংখ্যান ইতিহাস ও অন্যান্য তথ্য উপাত্তের ভিত্তিতে দলের সমর্থন দেয়। যেমন : বেলজিয়াম।
৭. আব্বায় থাকতো সমর্থকগোষ্ঠী : এদের সমর্থন খেলার জন্য না, প্রবাসী বাবা যে দেশে থাকে সে দেশের সমর্থক হয়। পতাকাও টানায়। যেমন : ইউএসএ, অস্ট্রেলিয়া।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন