সালমান ও ঐশ্বরিয়াকে নিয়ে যা বললেন জ্যাকুলিন
সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী।হাম দিল দে চুকে সোনম’র মতো ব্লকবাস্টার সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন তারা। এছাড়া একসময় তাদের প্রেমের গুঞ্জনে মুখরিত ছিল বলিউড।
তবে সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক এখন অতীত। এমনকি এখন পরস্পরকে এড়িয়ে চলেন তারা। সেদিক বিবেচনা করলে পর্দায় তাদের জুটি হিসেবে দেখতে পাওয়াটা কঠিন। কিন্তু অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ মনে করেন পর্দায় সালমান-ঐশ্বরিয়া জুটিই পারফেক্ট।
জ্যাকুলিন বলেন, ‘হাম দিল দে চুকে সিনেমায় ঐশ্বরিয়াকে সালমানের সঙ্গে সবচেয়ে ভালো লেগেছে। আমার অন্যতম প্রিয় একটি সিনেমা এটি। আমার কাছে পর্দায় এটিই পারফেক্ট জুটি।’
সর্বশেষ রেস-থ্রি সিনেমায় সালমানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জ্যাকুলিন। ঈদুল ফিতর উপলক্ষে গত ১৫ জুন মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসে শুরুটা ভালো হলেও পরে খুব বেশি সুবিধা করতে পারেনি এটি। সিনেমাটি প্রযোজনা করেছেন রমেশ তাওরানি এবং পরিচালনা করেছেন রেমো ডিসুজা।
ব্যক্তিগত জীবনে সালমানের সঙ্গে সুসম্পর্ক রয়েছে জানিয়ে জ্যাকুলিন বলেন, ‘আমাদের রসায়নটা বেশ ভালো। আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। বলিউডে আমি যখন নতুন তখন থেকেই সালমান আমাকে চেনেন। আমি যখন আলাদিন (২০০৯) সিনেমায় চুক্তিবদ্ধ হই তখন তিনি আমাকে কোথাও দেখেছিলেন। তিনি আমাকে লন্ডন ড্রিমস সিনেমার জন্য ডেকেছিলেন। তারপর থেকেই তার সঙ্গে আমার বিভিন্ন পার্টিতে দেখা হতো। আমাকে সিনেমায় নেয়ার জন্য অতীতে তিনি ডেভিড ধাওয়ান স্যার, সাজিদ নাজিয়াদওয়ালাকে এবং এখন রেস-থ্রি সিনেমার জন্য রমেশ তাওরানিকে অনুরোধ করেছেন। এ সবকিছুই করেছেন আমার অজান্তে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন