তাজমহল মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি
ভারতের আগ্রায় অবস্থিত মোঘল ঐতিহ্য তাজমহলে অবস্থিত মসজিদে নামাজ আদায় করতে পারবেন না পর্যটকরা। সোমবার তাজমহল মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, তাজমহল দেশের ঐতিহ্য এবং বিশ্বের সপ্তমাশ্চর্যের একটি। এ কারণে এখানে কোনও ধর্মীও অনুষ্ঠান বিশেষ করে নামাজ আদায় করা যাবে না।
রায়ে পর্যটকদের তাজমহলের বাইরে কোনও মসজিদে নামাজ আদায় করতে বলা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ বলেছে, তাজমহলে নামাজ নিষিদ্ধের বিষয়ে আগ্রা প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি বহাল থাকবে।
এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি তাজমহলকে সংরক্ষণের কথা বলে সেখানে নামাজ নিষিদ্ধের নির্দেশ জারি করেন আগ্রার অতিরিক্ত জেলা প্রশাসক। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাজমহল মসজিদ কমিটির সভাপতি সৈয়দ ইব্রাহিম হুসেইন জৈদি।
ইব্রাহিম হুসেইন বলেন, সারা বছর ধরেই পর্যটকরা তাজমহলে যান। তাই অতিরিক্ত জেলাশাসক যে নির্দেশ দিয়েছেন সেটা বেআইনি ও বিধিবহির্ভূত। প্রার্থনা করার ব্যবস্থা করতে হবে তাজমহলে৷ কিন্তু এই আবেদন সোমবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন