বিদ্রোহী ভালোবাসা || নার্গিস নাহার রুনু

বিদ্রোহী ভালোবাসা

নার্গিস নাহার রুনু


এখন দু’চোখে ঝরে
শ্রাবণের বাঁধভাঙা ঢল,
মুখ জুড়ে বিদিশার ঘোর।

উত্তাল তরঙ্গাবর্তে তরণীর মতো
আছাড়ি বিছাড়ি খায়
বন্দি হৃদয়।

কন্ঠনালী হতেও বের হয়
সুর-তাল লয়হীন
বেসুরো গীতিকা।

সারারাত ধরে কষ্টের ভায়োলিনে ;
বেজে চলে করুণ বেহাগ।
নষ্ট নিদ্রার পরিসংখান
শুধু বেড়ে চলে।

বুকের ভিতরে বয়
বিক্ষুব্ধ বৈশাখীর প্রলয় নাচন;
প্রতিহিংসার ঝড় আর ঝড়।

বিবর্ণ বসন্তের আস্তিন ধরে
আসেনা সুজন,
তাই ভালোবাসা পুড়িয়ে ফেলে
অগ্নিগিরির মতো,
ঠুনকো প্রেমের বেড়াজাল।