বিশ্বকাপের সুন্দরী নারীদের মুছে দিল গেটিইমেজেস ডটকম
অবশেষে বোধোদয় হলো গেটিইমেজেস ডটকমের। বিশ্বকাপের সুন্দরী নারীদের বিভাগটি মুছে দিল হালনাগাদ ছবির জনপ্রিয় ওয়েবসাইটটি। ফিফার নিষেধাজ্ঞা আসার পর এ উদ্যোগ নিল তারা।
মাঠে শিল্পের পসরা সাজান ২২ জন। আর হাতে পতাকা, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বিভিন্ন সাজে গ্যালারি রঙিন করেন নারী-পুরুষ নির্বিশেষে হাজার হাজার সমর্থক। প্রিয় দলের প্রিয় খেলোয়াড় গোল করলে উল্লাসে ফেটে পড়েন তারা।
তবে ক্যামেরা খুঁজে ফেরে সুন্দরী ললনাদের। এতে টিভি সেটের বাইরে থাকা দর্শকরা পেয়ে যান যৌন খোরাক। তা প্রতিরোধে খেলা দেখতে আসা গ্যালারির সুন্দরী রমণীদের টিভিতে দেখাতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা।
বিশ্ববিবেক নাড়িয়ে দেয়া ইস্যু যৌন হয়রানি। উন্নত-অনুন্নত সব দেশেই এটি প্রকট সমস্যা। বিশ্বকাপের মতো বর্ণিল আয়োজনে যেন এই কলঙ্কের দাগ না লাগে, সে লক্ষ্যেই এমন পদক্ষেপ ফুটবলের অভিভাবক সংস্থার।
এরপর নিজেদের ভুল বুঝতে পেরেছে গেটিইমেজেস। সেই বিভাগটি মুছে দিয়েছে সাইটটি।
রাশিয়া বিশ্বকাপ উপলক্ষে সুন্দরী রমণীদের নিয়ে একটি বিভাগ খুলেছিল গেটিইমেজেস। সেখানে বসেছিল গ্যালারিতে উপস্থিত বিভিন্ন দেশের নারীদের ছবির মেলা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন