২৯ হাজার ৩৬৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার ২৯ হাজার ৩৬৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৯টি ও সৌদি এয়ারলাইন্সের ৪২টিসহ মোট ৮১টি ফ্লাইটে তাদের বহন করা হয়। সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ২২৬ জন ও বেসরকারি ব্যবস্থানার ২৬ হাজার ১৪৩জন।
সৌদি থেকে ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে সরকারি ব্যবস্থাপনার ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ফ্লাইটের সব হজযাত্রী মক্কা হতে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে বৃহস্পতিবার বাদ আছর মদিনায় পৌঁছেছেন। এ সময় সেখানকার অস্থায়ী হজ অফিসার এ. বি. এম. আমিন উল্লাহ নূরীসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আইটি দলের সদস্যরা তাদের স্বাগত জানান।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জনসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। এর মধ্যে সৌদি এয়ারলাইন্স ১৮০টি ফ্লাইটে মোট ৬৩ হাজার ৫৯৯ জন ও অবশিষ্ট যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে।
বৃহস্পতিবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার ৪৭ দশমিক ৪৬ ভাগ ও বেসরকারি ব্যবস্থাপনার ২১ দশমিক ৭৯ ভাগ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন