বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রাজধানীতে মাসব্যাপি চলছে ‘পরিবেশ মেলা’
বিশ্ব পরিবেশ দিবস-২০১৮ উপলক্ষ্যে ঢাকার আগারগাঁওয়ের বানিজ্য মেলার মাঠে মাসব্যাপি পরিবেশ মেলা চলছে। এবারের প্রতিপাদ্য বিষয়- ‘সমুদ্রের পানি দুষণ প্রতিরোধ ও সামুদ্রিক প্রাণি সংরক্ষণে প্লাস্টিক দুষণ বন্ধ করি। প্লাস্টিক পুনঃব্যবহার করি, না পারলে বর্জন করি। সমুদ্রকে প্লাস্টিক দুষণ থেকে রক্ষা করি।’
গত (১৮ জুলাই) বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০১৮ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০১৮ এর উদ্বোধন করেন।
বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা (এনজিও, সিবিও, সিএসও, ইত্যাদি), কর্পোরেট ও বানিজ্যিক প্রতিষ্ঠানসমুহ, বিশ্ববিদ্যালয় এবং সরকারী সংস্থা মাসব্যাপি এই মেলায় অংশগ্রহন করেছে।
মডেলঃ হাতাশি। ছবিঃ চুন্নু খান/একলাব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন