ইউটিউব দেখে স্ত্রীকে প্রসব করালেন স্বামী, অতঃপর…

ইউটিউব দেখে ঘরেই সন্তান প্রসব করালেন স্বামী। জন্ম নিলো কন্যাশিশু। তবে অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণ হারালো প্রসূতি। সন্তান প্রসবে তাকে সহযোগিতা করে তার দুই বন্ধু। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যে।

শুক্রবার তামিলনাডুর তিরুপপুর জেলা পুলিশ জানায়, গত ২২ জুলাই ক্রিথিকা নামে ওই নারীর মৃত্যু হয়। তবে মঙ্গলবার জেলার স্বাস্থ্য পরিদর্শক থানায় অভিযোগ করলে বিষয়টি জানতে পারে পুলিশ। ক্রিথিকার প্রসব বেদনা শুরু হলে তার স্বামী কার্থিকেয়ান বন্ধু প্রবীণ ও তার স্ত্রী লাবণ্যকে নিয়ে প্রসব করানোর চেষ্টা করেন। ক্রিথিকার সুস্থ মেয়ে সন্তান হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঢলে পড়েন ক্রিথিকা। দ্রুত সরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলার স্বাস্থ্য পরিদর্শক ভূপাথি বলেন, চিকিৎসকদের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পারি। পরে ক্রিথিকার স্বামী ও তার দুই বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ দিই। তাদের বিরুদ্ধে মামলা করেছে তিরুপপুর পুলিশ।’

গর্ভবতী থাকার পুরোটা সময় জুড়েও চিকিৎসকের কাছে যাননি এই দম্পতি। তাদের তিন বছর বয়সী আরেকটি সন্তান রয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস