কলারোয়ায় স্পিড রাখার অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় স্পিড বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে উপজেলার কাজীরহাটে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। জানা গেছে- গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ও সাতক্ষীরা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিমকে সাথে নিয়ে উপজেলার কাজিরহাটের তুলি হার্ডওয়ারে অভিযান পরিচালনা করেন। এসময় সেখানে ৫লিটার ডিনেসান স্পিড বিক্রি ও নিজের দখলে রাখার অভিযোগে রঘুনাথপুর গ্রামের মৃত সুরত আলীর পুত্র আলমগীর হোসেন (৩৫)কে ১০হাজার টাকা জরিমানা করা হয়। ওই সময় বিনষ্ট করা হয় উদ্ধারকৃত স্পিড। ভ্রাম্যমাণ আাদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লাকিয়া খানম, ইউএনও অফিসের বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ অন্যরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন