সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন আইন আসছে : কাদের
সড়কের শৃঙ্খলা-পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি দুর্ঘটনা এবং যানজট নিরসনের লক্ষ্যে সরকার নতুন আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া শিক্ষার্থীদের চলমান বিক্ষোভকে যৌক্তিক বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার রাজধানীর সেতুভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।
কাদের বলেন: সড়ক পরিবহন আইনের ভেটিং সম্পর্কিত নথিটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনমন্ত্রীকে ফোন করে আগামী সপ্তাহে যেন অনুমোদনের জন্য মন্ত্রী পরিষদে তোলা হয় সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন৷
তবে আইনে কী থাকছে জানাননি মন্ত্রী। এটা জানার জন্য অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
সরকারের একজন মন্ত্রী যখন সরাসরি শ্রমিক ফেডারেশনের সঙ্গে যুক্ত আইন করে সরকার কতটুকু সাফল্য পাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: যার কথা বলা হচ্ছে তিনি মন্ত্রী হওয়ার আগ থেকেই শ্রমিক ফেডারেশনের সঙ্গে যুক্ত। তাছাড়া আইন বাস্তবায়নের দায়িত্ব শ্রমিক ফেডারেশন কিংবা অন্য কারও নয়। এটা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ব্যাপার।
‘‘তাছাড়া আইনটি নিয়ে আমরা অনেক দিন থেকে কাজ করছি। শ্রমিক-পরিবহণ মালিক সবার সঙ্গে আমরা কথা বলেছি। তাদের মতামত নেওয়া হয়েছে। আইনটি বিল আকারে ওয়েব সাইটেও দেওয়া আছে। এখানে অন্যকোন মন্ত্রী কিংবা অন্য কেউ বাধা নয়’’, বলেন ওবায়দুল কাদের।
পরিবহন মালিকদের কাছে সাধারণ মানুষ জিম্মি কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন: দু’জন সম্ভবনাময় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাস্তায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ছিল। অনেকই রাস্তায় গাড়ি নামায়নি। এখানে জিম্মি করার মতো বিষয় ঘটেনি। গাড়ি পুড়িয়ে ফেলবে কিংবা ভাঙচুর হবে এ আশঙ্কা তাদের তো ছিলোই। এছাড়া কোন শ্রমিকদের পক্ষ থেকো কোন ধর্মঘট ছিল না।
তিনি বলেন: নৌমন্ত্রী ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন। আমি ছাত্রছাত্রীদের বলবো শান্ত হওয়ার জন্য। স্ব স্ব ক্যাম্পাসে ফিরে গিয়ে তারা পড়াশুনায় মনোনিবেশ করবে। ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয় সেজন্য কঠোর আইন করতে যাচ্ছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন