আন্দোলনকারীদের চকলেট দিয়ে চিপস পেল ছাত্রলীগ
রাজধানীর শাহবাগে গত কয়েকদিনের মতো আজ শনিবারও অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। সকাল থেকেই আশপাশের কয়েকটি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু বেলা পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীব চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ নেতাকর্মীরা সেখানে এসে অবস্থান নেন।
এতে প্রাথমিক অবস্থায় সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক কাজ করে। এমন পরিস্থিতিতে ছাত্রলীগ নেতাকর্মীরা যেখানে অবস্থান নেন তার সামনে হাতে হাত ধরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। আরেক এক দল শিক্ষার্থী গাড়ির লাইসেন্স চেক ও ট্রাফিক কার্যক্রম চালিয়ে যেতে থাকে।
এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের আন্দোলনকে স্বাগত জানিয়ে তাদের মধ্যে চকলেট বিতরণ করেন এবং বলেন তারা যেন ঘরে ফিরে যায়। প্রধানমন্ত্রী তাদের দাবি মেনে নেবেন শিক্ষার্থীদের এমন আশ্বাসও দেন তারা।
অন্যদিকে, শিক্ষার্থীরা এ সময় ছাত্রলীগ নেতাদের চিপস খাওয়ায়। তারাও জানিয়ে দেয় যে, দাবি না মানা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবে। সেইসঙ্গে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় ছাত্রলীগ নেতাকর্মীদের স্বাগতও জানায় শিক্ষার্থীরা।
ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীব চন্দ্র দাস এ সময় গণমাধ্যমকে বলেন, ‘আমরা এসেছি এ জন্য যে, তারা যেন মিস গাইড না হয় তা দেখতে। তাদের সাথে আমরাও অবস্থান নিব যাতে তাদের ওপর কোনো হামলা না হয়।’
সেক্রেটারি সাদ্দাম হোসেন বলেন, ‘ছোটরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কীভাবে আন্দোলন করতে হয়, কীভাবে শৃঙ্খখলা ফেরাতে হয়।’
উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দেয়।
এতে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির আবদুল করিম এবং একাদশ শ্রেণির দিয়া খানম মিম নিহত হয়।
ঘটনার পরপরই শিক্ষার্থীরা সড়কে নেমে বিক্ষোভ করেন। এরপর থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
ইতোমধ্যে শিক্ষার্থীদের দেয়া ৯ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে সরকার তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন