এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিকের জামিন মঞ্জুর
ঢাকার মগবাজারে খালি রাস্তায় বেপরোয়া গাড়ি চালিয়ে চাপা দিয়ে এক যুবক হত্যা মামলায় এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক জুনায়েদ হোসেন লস্করকে জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার মহানগর আদালতের হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী তার মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ড শেষে একই আদালতে হাজির করে জামিন না দিয়ে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিদের জামিন দেয়ার আবেদন করলে আদালত বুধবার শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।
এই আসামিদের ৪ ও ৫ আগস্ট রিমান্ডে নেয়া হয়েছিল। রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের দেয়া তথ্য যাচাই-বাছাই চলছে। সে কারণে তাদের জামিন না দিয়ে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানা পুলিশের এসআই মো. মিজানুর রহমান।
প্রসঙ্গত, ৩ আগস্ট মগবাজার গ্র্যান্ড প্লাজার সামনে ঢাকা-সাতক্ষীরাগামী একটি বেপরোয়া দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মগবাজার কমিউনিটি হাসপাতালের চাকরিজীবী সাইফুল ইসলাম ওরফে রানা নিহত হন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন