‘সোনার বাংলা বিনির্মাণের জন্য ঠিক পথেই আছে বাংলাদেশ’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের জন্য ঠিক পথেই আছে বাংলাদেশ। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ যাদুঘরে ‘জেনোসাইড এ্যান্ড জাস্টিস’ শিরোনামে সংক্ষিপ্ত কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন অর্থমন্ত্রী।
পঞ্চমবারের মতো মুক্তিযুদ্ধ যাদুঘরের আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ গরীব বলে এক সময় অবহেলিত ছিল; এখন বাংলাদেশ উন্নয়নশীল দেশ। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে যেতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন