ইমরান খানের ২১ সদস্যের মন্ত্রিসভায় কারা আছেন?

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান ২১ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করেছেন। দেশটির ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরেই তিনি এ ঘোষণা দেন।

তেহরিক-ই-ইনসাফ পার্টির বরাতে দেশটির ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, সোমবার নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে মনে করা হচ্ছে।

দেশটির সংবিধানের আঠারতম সংশোধনী অনুসারে, জাতীয় পরিষদ ও সিনেটের মোট সংখ্যার ১১ শতাংশের চেয়ে বড় মন্ত্রিসভার আকার হতে পারবে না।

সন্ত্রাসবাদ, পানি সংকট ও জনসংখ্যার অনুপাতে প্রবৃদ্ধি কম হওয়া সব বিপুল সমস্যার মোকাবেলা করতে হবে নতুন মন্ত্রিসভাকে।

মন্ত্রী

• আইন ও বিচারমন্ত্রী: ড. মোহাম্মদ ফারুক নাসিম

• রাজ্য ও সীমান্ত: চৌধুরী তারিক বাসির চিমা

• ধর্মী ও আন্তঃধর্মীয় ঐক্য: নুরুল হক কাদরি।

• মানবাধিকার: ড. শিরিন মাজারি

• পেট্রোলিয়াম বিভাগ: গুলাম সারওয়ার খান

• প্রতিরক্ষা উৎপাদন: জুবায়দা জালাল

• তথ্য ও সম্প্রচার বিভাগ: ফাওয়াদ চৌধুরী

• জাতীয় স্বাস্থ্য, নিয়ন্ত্রণ ও সমন্বয়: আমির মাহমুদ কিয়ানি

• পররাষ্ট্র: শাহ মোহাম্মদ কুরাইশি

• প্রতিরক্ষা: পারভেজ খাত্তাক

• অর্থ, রাজস্ব ও শিল্প-বাণিজ্য: আসাদ উমার

• রেল পথ: শেখ রাশিদ আহমেদ

• আন্তঃপ্রাদেশিক সমন্বয়: ফাহমিদা মির্জা

• তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ: খালিদ মাকবুল সিদ্দিকী

• কেন্দ্রীয় শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণ: শাফাকাত মাহমুদ

• পানি সম্পদ: মাখদুম খসরু বখতিয়ার

উপদেষ্টা

• প্রতিষ্ঠান বিভাগ: মোহাম্মদ শেহজাদ আরবাব

• বাণিজ্য, বস্ত্র, শিল্প, উৎপাদন ও বিনিয়োগ: আব্দুল রাজাক দাউদ

• প্রাতিষ্ঠানিক সংস্কার ও কৃচ্ছ্রতা: ইশরাত হোসেন

• জলবায়ু পরিবর্তন: আমিন আসলাম

• সংসদ বিষয়ক: বাবর আওয়ান