কঠিন পরীক্ষার সামনে ইংল্যান্ড ক্রিকেট দল

নটিংহাম টেস্টে এমনেতেই রানের পাহাড়ে চাপা পড়ে আছে ইংল্যান্ড ক্রিকেট দল। সেই চাপ আরও বেড়ে গেছে ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর ইনজুরিতে।
প্রথম ইনিংসে ১৬১ রানে অলআউট হয়ে যাওয়া ইংল্যান্ডকে জয় পেতে হলে দ্বিতীয় ইনিংসে করতে হবে ৫২১ রান। অথচ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান বেয়ারস্টো ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গেছেন। দ্বিতীয় ইনিংসে তার ব্যাটিং করা নিয়ে রয়েছে সংশয়।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টে এজবাস্টন এবং লর্ডসে পরাজিত হওয়া ভারতীয় দল নটিংহামে ঘুরে দাঁড়িয়েছে। প্রথম ইনিংসে ৩২৯ রান সংগ্রহ করা বিরাট কোহলির নেতৃত্বাধী দলটি দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৫২ রানে ইনিংস ঘোষণা করেছে।
৫২১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে ২৩ রান সংগ্রহ করেছে স্বাগতিক ইংল্যান্ড। পরাজয় এড়ানো বা ম্যাচ বাঁচাতে হলে শেষ দুই দিনে লড়াই করতে হবে ইংরেজ ব্যাটসম্যানদের।
সোমবার তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগে জেমস অ্যান্ডারসনের লাফিয়ে আসা একটি ডেলিভারি তালুবন্দি করতে গিয়ে বাঁ-হাতের মধ্যমা আঙুলে চোট পান তিনি। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন বেয়ারস্টো।
ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, বেয়ারস্টোর আঙুলে এক্স-রে করানো হয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারবেন কিনা, তা অনিশ্চিত। তবে বদলি উইকেটরক্ষক হিসেবে দলে জস বাটলার থাকায় তেমন সমস্যায় পড়তে হয়নি ইংল্যান্ডকে।
উইকেটের পিছনে গ্লাভস হাতে বেয়ারস্টোয়ের পরিবর্তে বাটলারকে দেখা গেলেও ব্যাট হাতে বেয়ারস্টো নামতে না পারলে ম্যাচ বাঁচানো আরও কঠিন হবে ইংল্যান্ডের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন





