জাতীয় পতাকা ছেড়া সেই ‘পাক্কা মুসলমান’ আসলে হিন্দু
নিজেকে ‘পাক্কা মুসলমান’ দাবি করে ভারতীয় জাতীয় পতাকা ছেড়া সেই কিশোর আসলে হিন্দু বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। এই কিশোর গুজরাটের সুরাত এলাকার বাসিন্দা।
কিছুদিন আগে দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভারতজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
একটি ভিডিওতে দেখা যায়, ‘পাক্কা মুসলমান হুঁ’ বলতে বলতে জাতীয় পতাকা ছিঁড়ছে এক কিশোর। পরে সেই কিশোরকে আবার মারধর করে জনতা তাকে দিয়ে ‘ভারত মাতা কি জয়/পাক্কা হিন্দু হুঁ’ বলিয়ে নিচ্ছে এমন আরেকটি ভিডিও ভাইরাল হয়।
আনন্দবাজার জানায়, নিজেকে পাক্কা মুসলিম দাবি করলেও ওই কিশোর আসলে হিন্দু। তার আসল পরিচয় উঠে আসে পুলিশি তদন্তে। সে গুজরাটের সুরাত এলাকার বাসিন্দা।
ভিডিও দুটি নিয়ে শোরগোলের পরই বিষয়টি পুলিশকে জানান এলাকার বাসিন্দারা। পুলিশ ওই কিশোরসহ দুজনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করেই জানা যায়, ওই কিশোর আসলে হিন্দু।
ওই কিশোর ছোটখাট অনুষ্ঠানে কৌতুকাভিনয়ও করে। ওই ভিডিওটি তারা মজার ছলেই করেছিল বলে জানায় ধৃত দুই কিশোর। পুলিশ দুজনকেই সাবধান করে ছেড়ে দেয়। নিরাপত্তার স্বার্থে ওই দুই কিশোরের নাম প্রকাশ করেনি পুলিশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন