সংসদ নির্বাচনে ইভিএম ইস্যুতে এখনো সিদ্ধান্তহীন ইসি
একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কি না তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি নির্বাচন কমিশন। আরপিও সংশোধন করে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান যুক্ত করার বিষয়ে নির্বাচন সংস্কার কমিটির প্রস্তাব নিয়ে এখনো আলোচনা চলছে।
রোববার (২৬ আগস্ট) সকালে ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে কমিশনের সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ- আরপিও সংস্কার নিয়ে এখনো আলোচনা চলছে, চূড়ান্ত করতে আরো আলোচনা করতে হবে। সংশোধনী প্রস্তাবটি অনুমোদনের পর তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তবে আগামী সংসদ অধিবেশনে পাশের জন্য প্রস্তাব পাঠানো সম্ভব হবে কি-না তা নিশ্চিত করেননি নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। আরপিও সংশোধন প্রস্তাব ছাড়াও ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া সম্মেলনের প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা হয় বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন