হাতের যে কৌশলে মেতেছে ইন্টারনেট
টুইটারে শেয়ার হওয়া একটি ভিডিওতে হাত দিয়ে অপটিক্যাল ইলিউশান (দৃষ্টি ভ্রম) তৈরি করতে দেখা যাচ্ছে। যা দেখার পর হতবাক কমবেশি সকলে। ২১ আগস্ট চিদেরা কেমাকোলামের শেয়ার করা এই ভিডিওটা ইতিমধ্যে ৩.৩ মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছে এবং কয়েক হাজার মানুষ এই ভিডিও দেখে রেসপন্স করেছে।
কয়েক সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে চিদেরাকে হাতের আঙ্গুল দিয়ে কেরামতি দেখাতে দেখা যাচ্ছে। এই ভাবেই অপটিক্যাল ইলিউশন তৈরি করে মানুষকে চমকে দিয়েছেন তিনি। চিদেরার নকল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে বহু মানুষ। এরপর সদয় টুইটার ব্যবহারকারী নিজেই এগিয়ে এসেছেন সকলকে উদ্ধার করতে। চিদেরা নিজেই দেখিয়ে দিয়েছেন কীভাবে তিনি হাতের কারসাজিটা করেছেন।
চিদেরা বলেন, আমি নিজে এই চ্যালেঞ্জটা আনিনি। ইনস্টাগ্রামে দেখার পর আমার মনে হল ব্যপারটা বেশ মজাদার আর তাই নিজেও চেষ্টা করে টুইটারে পোস্ট করলাম। ভাবিনি এটা ভাইরাল হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন