ভয়ঙ্কর রাশিয়া, শুরু হচ্ছে সবচেয়ে বড় মহড়া

আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলছে। চলছে ভয়ঙ্কর সব মহড়া আর পাল্টাপাল্টি হুমকি। তারই জের ধরে আগামী মাসে বেশ বড় ধরনের সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে রাশিয়া।
প্রায় চার দশকের মধ্যে এটি রাশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া, যাকে স্নায়ুযুদ্ধের পর দেশটির সবচেয়ে বড় মহড়া হিসেবে উল্লেখ করা হচ্ছে। এতে প্রায় তিন লাখ সেনা অংশ নেবে বলে জানা গেছে।
এ ব্যাপারে বিবিসি জানিয়েছে, এই সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে ভস্টক-২০১৮। আগামী ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার মধ্য ও পূর্বাঞ্চলের সামরিক অঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে।
এদিকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু জানিয়েছেন, মহড়ায় ৩৬ হাজার ট্যাংক, সাঁজোয়া যান, পদাতিক বাহিনীর সশস্ত্র যান এবং এক হাজারের বেশি যুদ্ধবিমান অংশ নেবে। চীন এবং মঙ্গোলিয়ার সামরিক ইউনিটও যোগ দেবে এ মহড়ায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















