বিশাল জয়ে বোল্টের ফুটবল অভিষেক
শেষ পর্যন্ত ফুটবলে অভিষেকটা হয়েই গেল উসাইন বোল্টের। অস্ট্রেলিয়ান লিগে বিশাল জয় দিয়েই ফুটবল ক্যারিয়ার শুরু করেছেন গতিদানব। শুক্রবার ৬-১ গোলে জিতেছে ‘জ্যামাইকান বিদ্যুতের’ দল।
সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে এদিন অভিষেক হয় বোল্টের। তার জন্যেই স্টেডিয়ামের বাড়তি ভিড় দেখা যায়। প্রায় ১০ হাজার সমর্থক এদিন মাঠে আসেন। মেরিনার্সের গড় উপস্থিতির চেয়ে এদিন আড়াই হাজার বেশি দর্শক মাঠে ছিলেন।
গোসফোর্ডের বিরুদ্ধে অভিষেকের দিন দলের প্রথম একাদশে ছিলেন না বোল্ট। খেলেন ২০ মিনিট। গোলও পাননি। ৭০ মিনিটের সময় তাকে মাঠে নামান কোচ। তাতেই বেজায় খুশি বিশ্ব রেকর্ডধারী ম্যারাথনম্যান।
ম্যাচ শেষে বোল্ট জানিয়েছেন, পুরোদস্তুর ফুটবল ফিটনেস পেতে তার চার থেকে পাঁচ মাস সময় লাগবে। ফক্স স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি একটু নার্ভাস ছিলাম। তবে মাঠে নামতে না নামতেই যেন সেই নার্ভাসনেস কেটে গেল। আমার আরো বেশি বল ধরা উচিত ছিল। কিন্তু আমি পুরোপুরি ফিট ছিলাম না। আশা করি দ্রুতই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন