নয়া পাকিস্তানে অশ্লীল সিনেমা নিষিদ্ধ

প্রধানমন্ত্রী ইমরান খানের ‘নয়া পাকিস্তানে’ নিষিদ্ধ করা হচ্ছে অশ্লীল সিনেমা। এ লক্ষ্যে ইতিমধ্যে দেশটির সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাবে অশ্লীল সিনেমা এমনকি সিনেমার পোস্টার-বিলবোর্ড নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশ দেয়া হয়েছে আগামী তিন দিনের মধ্যে রাজ্যের সব সিনেমা হল থেকে বাজে ছবি সংবলিত বিলবোর্ড সরিয়ে ফেলার। অন্যথায় প্রথমত জরিমানা করা হবে। তাতেও কাজ না হলে সিনেমা হলই বন্ধ করে দেয়া হবে। বৃহস্পতিবার রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, পাঞ্জাবের প্রাদেশিক সরকারের নতুন তথ্যমন্ত্রী ইসলামপন্থী রাজনীতিক ফায়াজ-উল-হাসান চোহান রাজ্যে অশ্লীল বিলবোর্ড নিষিদ্ধ ঘোষণা করেছেন। এতে ইমরান খানের অধীনে কট্টরপন্থার উত্থান হতে পারে বলে আশঙ্কা করছেন উদারপন্থীরা। সম্প্রতি লাহোরে এক জনসভায় চোহান বলেন, ‘অর্ধনগ্ন নারীর ছবি একে বড় বড় বিলবোর্ডে টানানোর মধ্যে কোন ধরনের মানবতা আছে, তা আমার বোধগম্য নয়।’ জুলাইয়ের নির্বাচনে জয়ী হলেও সরকার গঠনের মতো আসন পায়নি ইমরানের দল পিটিআই। এ কারণে ছোট ছোট বেশ কয়েকটি ইসলামী দল নিয়ে সরকার গঠন করেছেন তিনি।