পশ্চিমবঙ্গে আবারও ধসে পড়লো ব্রিজ
পশ্চিমবঙ্গের কলকাতার মাঝেরহাটে একটি সেতু ধসে পড়ার এক সপ্তাহের মাথাও আবারও একটি সেতু ধসে পড়েছে। শুক্রবার সকালে রাজ্যের উত্তর বঙ্গের শিলিগুরির ফান্সিদেওয়ায় এ ধসের ঘটনায় এক ট্রাক ড্রাইভার আহত হয়েছেন।
শিলিগুড়ির পাশ্ববর্তী দার্জিলিংয়ের মানগাছির একটি নালার উপর নির্মিত ছোট্ট এ সেতু দিয়ে একটি ট্রাক পারাপারের সময় সেটি ধসে পড়ে। পার হতে যাওয়া ট্রাকটি এখনও সেতুটির ভাঙ্গা অংশে ঝুলে আছে। এই সেতুটির মাধ্যমে উত্তর বঙ্গের গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ করে মানগঞ্জের বাসিন্দারা।
এই সেতুটির অবস্থা খুবই নাজুক ছিল বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা বলছেন, এটির মেরামতের জন্য বেশ কয়েকবার কতৃপক্ষের কাছে আবেদন করা হলেও কোনো কাজ হয়নি। আহত ট্রাক ড্রাইভারকে চিকিৎসার জন্য নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন