বের করার সময়ও মস্তিষ্কে সাঁতার কাটছিল ফিতাকৃমি!

এক চীনা ব্যক্তির মস্তিষ্ক থেকে ১০ সেন্টিমিটার লম্বা ফিতাকৃমি বের করে আনা হয়েছে। সার্জনরা বলেছেন, বের করার সময়ও এটি সাঁতার কাটছিল। ২৬ বছর বয়সী চীনা ওই ব্যক্তির নাম লিও। গত কয়েকমাস ধরে তিনি মৃগীরোগে ভুগছিলেন। কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক এর কারণ বের করতে পারছিলেন না।

পরে লিওকে চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংজির রাজধানী নানচ্যাংয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রক্তপরীক্ষা তার শরীরে ফিতাকৃমিটির অবস্থানের বিষয়টি ধরা পড়ে।

লিওর চিকিৎসক ডা. ওয়াং চুনলিয়াং সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেছেন, ‘ফিতাকৃমিটি তখনও জীবন্ত ছিল যখন আমরা এটা বের করে নিয়ে আসি। সাদা রঙের তুলতুলে এ কৃমিটি সাঁতার কাটতে পারে।’

বিষাক্ত, গ্রিল করা কিংবা কাঁচা খাদ্য গ্রহণের কারণে লিওর মস্তিষ্কে ফিতাকৃমিকে প্রবেশ করতে সক্ষম হয় বলে ধারণা করা হচ্ছে। লিও গ্রিল করা খাবার খুব পছন্দ করেন। সূত্র: স্কাই নিউজ