মধ্যরাতেও মন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষ!

রাত বাজে ঠিক পৌনে তিনটা। ঢাকা থেকে প্রিয়নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ লঞ্চযোগে আসছেন জন্মভূমি ভোলায়। লঞ্চ তীরে ভিড়তেই হাজারো মানুষের মুহুর্মুহু মুহুর্মুহু স্লোগান- তোফায়েল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তোফায়েল ভাইয়ের স্মরণে, ভয় করিনা মরণে। স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তোফায়েল ভাইকে শুভেচ্ছা ইত্যাদি।

এদিকে লঞ্চ তীরে ভিড়তেই লঞ্চের বেলকুনীতে আসেন ভোলাবাসীর প্রিয়নেতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অন্যতম সহকর্মী তোফায়েল আহমেদ। কর্মীদের উদেশ্যে আস্তে আস্তে হাত নাড়তে থাকেন তিনি। এতে আরও উদ্বেলিত হয়ে পড়ে কর্মী-সমর্থকরা। ভোলা জেলা সদরের অদূরে ইলিশা ঘাটে তৈরি হয় এক ধরণের আবেগঘন পরিবেশ। সফরসঙ্গীসহ জননেতা নেমে আসেন সাধারণ মানুষের মাঝে। প্রিয়নেতাকে খুব কাছে পেয়ে খুশির অন্ত নেই তাদের।

স্থানীয় প্রশাসন ও দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে ভোলা জেলা সার্কিট হাউজের দিকে ছুটতে থাকে গাড়ীবহর। সার্কিট হাউজে আমন্ত্রণ জানাতে এতো রাতেও ভীড় জমিয়ে অপেক্ষমান জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। মন্ত্রীও স্বাদরে গ্রহণ করেন তাদের আন্তরিক ভালবাসা।

সারাদেশে ২১ জেলায় উন্নয়ন কনসার্টের অংশ হিসেবে ভোলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানে উপলক্ষে সফরে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আছেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর, কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ও সাংবাদিক জ-ই-মামুনসহ অনেকে।

বাণিজ্যমন্ত্রী সোমবার বিকেল ৪টায় জেলা স্কুল মাঠে উন্নয়ন কনসার্টে অংশ নিয়ে বক্তব্য দেবেন বলে জানা গেছে।