ভারত-পাকিস্তান ম্যাচে দর্শক ইমরান খান!
ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ, উদ্দীপনার কমতি নেই। সদ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান যদি এমন একটি ম্যাচে মাঠে উপস্থিত থাকেন, কেমন হয়?
পাকিস্তান গণমাধ্যমের খবর, আজকের ম্যাচ দেখতে দুবাই যেতে পারেন ইমরান খান। আপাতত তিনি দু’দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব রয়েছেন। সেখান থেকে সরাসরি দুবাইয়ে যেতে পারেন।
পাকিস্তান ও ভারতের মধ্যে রাজনৈতিক বৈরিতা সবার জানা। তাদের একসঙ্গে করার একমাত্র মাধ্যম ক্রিকেট। রাজনৈতিক টানাপোড়েনে এই লড়াইটাও এখন হয় কালেভদ্রে।
দু’দল দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না, আইসিসির ইভেন্টগুলো ছাড়া দেখা মেলা ভার। এশিয়া কাপ আবারও মুখোমুখি করিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে।
২০১৭ সালের জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবারই প্রথম মাঠের লড়াইয়ে নামছে ভারত ও পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে তারা মুখোমুখি হচ্ছে দীর্ঘ ১২ বছর পর। এমন এক লড়াইয়ে ইমরান খান উপস্থিত থাকলে দু’দেশের জন্যই সেটা আনন্দের খবর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন