এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তু টাকা না বের হয়ে বের হচ্ছে মোদক।
চমকে গেলেন তো! চমকে যাওয়ার মত ঘটনাই বটে। আপনিও যদি এটিএমে কার্ড ঢুকিয়ে মোদক হাতে পান অবাক তে হবেনই৷ তাও আবার স্মার্ট প্যাকেজিংয়ে। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দেবেন না।
গণেশ চতুর্থীর পূণ্য সপ্তাহে এমনটাই হচ্ছে ভারতরে সাহাকর শহরে। সিদ্ধিদাতার বন্দনায় সকলেই কিছু না কিছু নতুনত্ব দেখাতে চান। যেমনটা করেছেন পুণের সঞ্জীব কুলকারনি। এটিএম মেশিনে ঢুকিয়ে দিয়েছে সিদ্ধিদাতা গণেশকে।
ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে সঞ্জীব জানান, এই বিশেষ এটিএম এর পূর্ণ রূপ হচ্ছে Any Time Modak। এই মেশিনের জন্য বিশেষ একটি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। সেই কার্ড ঢোকালেই মোদক বেরিয়ে আসবে আপনার হাতে।
প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে সঞ্জীব কুলকারনির এই চেষ্টা। এই এটিএম দেখতে সাধারণ এটিএম মেশিনের মতই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন