বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল রিমান্ডে
বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
বুধবার রমনা থানার নাশকতার মামলায় ঢাকা মহানগর হাকিম এএইচ তোয়াহা রিমান্ডের এই আদেশ দেন।
এর আগে বিকালে সোহেলকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল করিম।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশান-২ এর গোলচত্বল এলাকা থেকে সোহেলকে আটক করে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানিয়েছিলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোহেলকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ।
হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে কয়েকশ’ মামলা রয়েছে বলে বিএনপি এবং তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন