মন কেড়েছে হায় || আবদুল হাই ইদ্রিছী

মন কেড়েছে হায়
-আবদুল হাই ইদ্রিছী


আয়রে তোরা ঘরে কারা
দেখবে কিরে চাঁদ,
হাসিটা তাঁর দেখলে যাবে
মনের যত খাদ।

চাঁদটা তো নয় অনেক দূরে
হাতের কাছে ওই,
ধরবো তাকে নিয়ে এসো
লম্বা একখান মই।

রাখবো তাকে যত্ন করে
বুকের-ই ভেতর,
আলোয় তাহার আলোকিত
থাকবে মনের ঘর।

ভালোবাসায় রাখবো তাকে
আয়রে তোরা আয়,
আপন মনে ঘুরছে দ্যাখো
হলদে রঙিন না’য়।

আয়রে তোরা ঘরে কারা
আয়রে চলে আয়,
আকাশ জুড়ে চাঁদ উঠেছে
মন কেড়েছে হায়!