এবার জি বাংলায় মঞ্চ কাঁপালেন ঢাকার নোবেল (ভিডিও)
ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলায় প্রচারিত ‘সারেগামাপা’ অনুষ্ঠানে বাংলাদেশের জয় যেন অবধারিত।
গত ১৫ সেপ্টেম্বর কণ্ঠের জাদুর সঙ্গে হৃদয় কাঁপানো শিস বাজিয়ে দুই বাংলার তারকা হয়েছিলেন জামালপুরের অবন্তী সিঁথি।
সেই রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের এ কৃতিত্বের পালে হাওয়া দিলেন ঢাকার ছেলে মাইনুল আহসান নোবেল।
শনিবার রাতে বাংলাদেশের এ প্রতিযোগি গান গেয়ে ‘সারেগামাপা’ এর মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন।
পেয়েছেন বিচারকদের কাছ থেকে গোল্ডেন গিটার।
তার গাওয়া জেমসের কালজয়ী ‘বাবা’ গানটি সামাজিক মাধ্যমে রীতিমতো ‘ভাইরাল’।
গানটি নোবেল নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করার পর ইতিমধ্যে ৭৫ হাজার বার দেখা হয়ে গেছে। নিচে জমা পড়েছে শুভকামনা জানিয়ে অসংখ্য কমেন্ট।
অথচ জেমস এর কালজয়ী ‘বাবা’ গানটি নাকি কখনও গাওয়া হয়নি তার। এমনটাই জানালেন নোবেল।
তিনি বলেন, ‘আমি মূলত রক গান করি। কিন্তু কখনো গুরু জেমসের এই গানটা করিনি। কিন্তু এখানে এই দুঃসাহসটা করে ফেললাম। ভাবলাম, দেখা যাক কী হয়।’
ছোটবেলা থেকেই গানের সঙ্গে মিতালি নোবেলের। যদিও কোনো গুরুর কাছে শিক্ষা নেননি।
এর আগে বাংলালিংক নেক্সট টিউবার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ছয়ে এসেছিলেন তিনি।
ইউটিউবে আছে তার ‘নোবেলম্যান’ নামে চ্যানেল । সেখানে প্রায়ই ‘কভার’ গান আপলোড করেন নোবেল। ফেসবুকে বেশ জনপ্রিয় তিনি।
সারেগামাপায় ‘বাবা’ গানটি পরে উপস্থাপক যিশুর অনুরোধে নোবেল গান আইয়ুব বাচ্চুর কালজয়ী ‘সেই তুমি’ গানটি।
অনুষ্ঠানটির ফেসবুক পেইজে আপলোডকৃত নোবেলের এ পারফরম্যান্সে মনমুগ্ধ ওপার বাংলা।
সেখানে বহু ভারতীয়দের নোবেলকে এ প্রতিযোগিতায় সমর্থন করতে দেখা গেছে। নোবেলকে বাংলাদেশের গর্ব বলেছেন কেউ কেউ।
একজন লিখেছেন, সারাদেশ আপনাকে অভিনন্দন জানাচ্ছে এবং কলকাতার মানুষ আপনাকে পুরো সমর্থন জানাচ্ছে।
এ বিষয়ে নোবেল জানান, আশার চেয়ে বেশি প্রাপ্তি হয়েছে এই গান গেয়ে।
উল্লেখ্য নোবেলের গাওয়া আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গানটি দিয়ে সারেগামাপা অনুষ্ঠানের প্রমো করা হয়েছে।
শুধু প্রমোতে থেমে নেই নোবেল, কলকাতা শহরজুড়ে বিলবোর্ডে দেখা যাচ্ছে বাংলাদেশের নোবেলকে।
For those who have missed my performance on #Zee_Bangla #SaReGaMaPa Grand Audition ❤️
Posted by Mainul Ahsan Noble on Sunday, September 23, 2018
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন