পাঁচমিশালী নেতৃত্বে জনগণের আস্থা নেই : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যে কোনও আন্দোলনে নেতার নাম জানতে হয়, নেতা ছাড়া নেতৃত্ব হয় না। তাই পাঁচমিশালী নেতৃত্বের প্রতি জনগণের আস্থা নেই।’ তিনি আরও বলেছেন, ‘এই যে ১০ দল, ২০ দল তাদের নেতা কে? নেতৃত্ব দেবে কে? নেতা ছাড়া কি কোনও আন্দোলন হবে?’
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নতুন বাজারে মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয় মাঠে চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘তারা যদি ক্ষমতায় আসে এবার হাওয়া ভবনের বদলে খাওয়া ভবন হবে। আজ দেশে বিদ্যুৎতের ঘাটতি নেই। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। এক মাস পরে জাতীয় সংসদ নির্বাচনের শিডিউল ঘোষণা করা হবে। খালেদা জিয়া অনেক নেতা, মন্ত্রী, এমপি বানিয়েছেন। অথচ আন্দোলনের সময় একজন নেতাও রাস্তায় নামে না। তাই কর্মীরাও নামে না। বিএনপি কোনও আন্দোলনের ডাক দিলে ৫০০ শ’ জন লোকও পাওয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘বিএনপি এখন জাতিসংঘের নাম ব্ল্যাকমেইল করে মিথ্যাচার করে যাচ্ছে। এদের হাতে দেশ, গণতন্ত্র, আইনের শাসন তথা ১৬ কোটি মানুষ নিরাপদ নয়।’
জনসভায় নারীদের উপস্থিতির কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এতো বিপুল সংখ্যক নারীর উপস্থিতি প্রমাণ করছে নারীরা শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে আছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিবন্ধনের ক্ষেত্রে মায়ের নাম অন্তর্ভুক্ত নিশ্চিত করে নারীদের সম্মানিত করেছেন। নারীদের উন্নয়নের জন্য সব ধরনের উদ্যোগ হাতে নিয়েছেন।’
চর কাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সফিউল্যাহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিনসহ স্থানীয় নেতারা। এর আগে মন্ত্রী কবিরহাট পৌরসভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। পরে কবিরহাট উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত নির্বাচনি প্রস্তুতিমূলক সভায় যোগ দেন। কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















