রাজনৈতিক অঙ্গনে অশুভ শক্তির আগমন ঘটেছে : কাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অশুভ শক্তি দেশে আন্দোলনের নামে সহিংসতার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বরগুনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বরগুনা জেলা আওয়ামী লীগের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে এ সভা আহ্বান করা হয়। এর আগে এ জেলায় সরকার দলের একজন এমপিকে অবাঞ্ছিত ঘোষণা করে নিজ দলের নেতাকর্মীরা।

সভায় নিজেদের মধ্যে ঐক্য সমুন্নত রেখে আগামী নির্বাচনের বৈতরণী পার হওয়ার পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে অশুভ শক্তির আগমন ঘটেছে। আন্দোলনের নামে সহিংসতার পরিকল্পনা করছে একটি গোষ্ঠী। তারা চায়, দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এই সময়ে দলের নেতাকর্মীদের সজাগ ও সচেতন হতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

বৈঠকে বরগুনা জেলা আওয়ামী লীগের নেতারা ছাড়াও কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।