শেখ হাসিনার জন্মদিনে ৬৯৩৯৪ স্থানে দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুক্রবার সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল করা হবে।
এ ছাড়া বাংলাদেম ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৬৭ হাজার ৩৬৮টি গণশিক্ষাকেন্দ্র, এক হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসা, ইসলামিক মিশনের ৪৪৯টি মক্তব ও ২৬টি ইবতেদাদিয় মাদরাসা এবং ৫৪১টি মসজিদ পাঠাগারসহ মোট ৬৯ হাজার ৩৯৪টি স্থানে সকাল ৯টায় দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ইতঃপূর্বে ১৫ লাখ ৬২ হাজার পবিত্র কুরআনুল কারিম শ্রেষ্ঠ শিক্ষার্থীদের দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ প্রকল্পের আওতায় ২০১৮ শিক্ষাবর্ষে ৫ লাখ ৯৯ হাজার ৬৮০ খানা কুরআন শরিফ শুক্রবার সকাল ৮টায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।
এ ছাড়া জন্মদিনে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দেশের সব মসজিদে শুক্রবার বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি এবং মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন