নিউ ইয়র্ক থেকে ১৬ ফাইল ছাড় করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে রয়েছেন। কিন্তু শত ব্যস্ততা সত্ত্বেও সেখান থেকে এ পর্যন্ত তিনি ১৬টি জরুরি ফাইল ডিজিটালভাবে ছাড় করেছেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান সাংবাদিকদের বলেন, নিউইয়র্কে কর্মব্যস্ততা সত্ত্বেও প্রধানমন্ত্রী ডিজিটালভাবে তার কার্যালয় চালাচ্ছেন এবং নিয়মিত ফাইল ছাড় করছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছার পর থেকে ১৬টি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ফাইল (ই-ফাইল) ছাড় করেছেন। এর আগে তিনি তাঁর যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সকল গুরুত্বপূর্ণ ফাইল তাঁর কাছে পাঠিয়ে দেয়ার নির্দেশ দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন