নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা। রবিবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে শিরোপা জিতল কৃষ্ণা-সানজিদারা।
শুরু থেকে দুই দলই আক্রমণে গেলেও রক্ষণ ও গোলরক্ষকের কারণে সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত একটি গোলই গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য।
৭ মিনিটে নেপালের একটি চেষ্টা রুখতে বেশি কষ্ট করতে হয়নি বাংলাদেশের গোলরক্ষককে। বল হাতে নিয়েই রুপনা চাকমা গোল কিকে নেপালের প্রান্তে বল পাঠান। কেবল গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি কৃষ্ণা রানী সরকার। অঞ্জনা রানা মাগারের মাথার উপর দিয়ে তিনি বল তুলে দিলে গোলপোস্টের বাইরে দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।
নেপালের আরেকটি চেষ্টা ১৫ মিনিটে ঠেকান বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা। ২২ মিনিটে আবারও কৃষ্ণা আক্রমণে যান। ডিবক্সের প্রান্ত থেকে তার ডান পায়ের দুর্বল শট খুব সহজেই হাতে নিয়ে নেন নেপালের গোলরক্ষক। বিরতির আগে শেষবার বাংলাদেশ লক্ষ্যে শট নেয় ৪৪ মিনিটে। সিরাত জাহান স্বপ্না দুজন ডিফেন্ডারকে কাটালেও বক্সে ঢুকতে পারেননি। বক্সের বাইরে থেকে শট নিতে বাধ্য হন তিনি। সেটা সহজে প্রতিহত করেন অঞ্জনা।
বিরতির পর ফিরেই ৪৭ মিনিটে ফ্রি কিক থেকে নেপাল একটি সুযোগ তৈরি করেছিল। রুপনা দারুণ দক্ষতায় তাদের ব্যর্থ করে দেন। দুই মিনিট পর ফ্রি কিক কাজে লাগিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের মধ্যে উড়ে আসা বলে হেড করে লক্ষ্যভেদ করেন মাসুরা পারভীন।
৫১ মিনিটে মাঝমাঠ থেকে উড়ে আসা বল ঠেকাতে গিয়ে পড়ে যান রুপনা। বাংলাদেশি গোলরক্ষকের হাত ফসকে পাওয়া বলে শট নেয় নেপাল। কিন্তু গোলপোস্টে বল লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। ৬১ মিনিটে বাংলাদেশের একটি শট সহজে রুখে দেন অঞ্জনা। তবে ৬৮ ও ৭২ মিনিটে গোলবারের সামনে দারুণ দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি নেপাল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন