নওগাঁয় ট্রাকচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩
নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে উপজেলা পৌরসভার নজিপুর-নওগাঁ রোডের কাল্লাকাটি মোড়ে গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- আব্দুস সালাম (৪৫) ও তার ছেলে তৌফিক (২৭)।
তাদের বাড়ি মহাদেবপুর উপজেলার চকদৌলত গ্রামে।
নিহত মোটরসাইকেলচালকের নাম এখনও জানা যায়নি।
পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতরা মোটরসাইকেলযোগে মহাদেবপুর থেকে পত্নীতলা সদর নজিপুরে যাচ্ছিলেন। নজিপুর-নওগাঁ রোডের কালনাকাটি এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন