৩০ বছরে ইরাকি জলাভূমি শুকিয়ে মরুভূমি!
ইরাকের এক সময়ের নৈস্বর্গিক জলাভূমি সেন্ট্রাল মার্শ এখন শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। ২০ হাজার বর্গ কিলোমিটারের এ জলাধার এখন শুকিয়ে মাটি ফেটে চৌচির।
এক সময় ইরাকের মোট মাছ সরবরাহের অর্ধেকের বেশি এ জলাশয় থেকে আসত। পরবর্তীতে সাদ্দাম হোসেনের আমলে ১৯৯১ সালে সর্বশেষ এটি খনন করা হয়েছিল। গত ৩০ বছরে জলবায়ুর পরিবর্তনে এ অঞ্চলের তাপমাত্রা ৫ শতাংশ বাড়ায় ধুলিঝড় বেড়েছে। ফলে মরে গেছে মাছ, জলজ প্রাণী। দুই-তিন হাত জায়গা নিয়ে সরু খাল তৈরি হলেও সেখানে পানির স্তরও অনেক কম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন