পরমাণু হামলার প্রস্তুতি রাশিয়ার

রাশিয়ার ব্যারেন্ট এবং ওখস্তস্ক সমুদ্রের ঘাঁটিতে পরমাণু হামলার প্রস্তুতিমূলক মহড়া চালিয়েছে দেশটির। সামরিক বাহিনীর পরমাণু ইউনিট দেশের পানিসীমায় এ গুরুত্বপূর্ণ মহড়া চালিয়েছে।

বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ও সুপ্রিম কমান্ডার-ইন-চিফ ভ্লাদিমির পুতিনের নির্দেশে ১১ অক্টোবর কৌশলগত পরমাণু বাহিনী মহড়া চালিয়েছে। এ মহড়া চালায় এবং এতে পরমাণু হামলা ও প্রতিরোধের দৃশ্য ফুটে ওঠে।

মহড়ার সময় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সতর্ক সংকেত দেয়ার ব্যবস্থাগুলো সাবমেরিন থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র সঠিকভাবে শণাক্ত করতে ও সেসব তথ্য সাফ্যলের সঙ্গে কমান্ড সেন্টারে পাঠাতে সক্ষম হয়।