বেলজিয়ামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশি নারী
বেলজিয়ামের নির্বাচনে প্রথমবারের মত বাংলাদেশি নারী শায়লা শারমীন অংশগ্রহণ করছেন।
বেলজিয়ামের অন্তারপেনে জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশী অধ্যুষিত এলাকায় ওয়ার্কার্স পার্টির মনোনয়ন নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন শায়লা শারমীন।
তিনি বেলজিয়ামের অন্তারপেনের জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচনে পিভিডিএ পার্টি থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৪ অক্টোবরের নির্বাচনে শায়লা শারমীন জয়ী হবেন এমন প্রত্যাশা বেলজিয়াম প্রবাসী বাংলাদেশিদের।
এর আগে ব্রাসেলসের স্থানীয় সরকার নির্বাচনে আরেকজন বাংলাদেশি নির্বাচিত হয়েছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন